আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড়সড় ধাক্কা খেল ভারতীয় শিবির। জানা গিয়েছে, টুর্নামেন্টের আগে যশপ্রীত বুমরার একশো শতাংশ ফিট হওয়ার সম্ভাবনা কম। সেটা হলে মিরাকেল হবে। সিডনিতে পঞ্চম টেস্ট থেকে পিঠের সমস্যায় ভুগছেন তারকা পেসার। নিউজিল্যান্ডের চিকিৎসক ডাক্তার রোয়ান সাউটেনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বুমরা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চিকিৎসার জন্য নিউজিল্যান্ডে যাবেনও তিনি। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে তাঁর একশো শতাংশ ফিট হওয়ার সম্ভাবনা খুবই কম। তাই ব্যাকআপের কথা ভাবতে শুরু করেছে বিসিসিআই। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বুমরার ব্যাকআপ হিসেবে তৈরি রাখা হচ্ছে মহম্মদ সিরাজ এবং হর্ষিত রানাকে। বোর্ডের এক সূত্র জানান, 'বিসিসিআইয়ের মেডিক্যাল দল নিউজিল্যান্ডে সাউটেনের সঙ্গে যোগাযোগ রাখছে। যশপ্রীত বুমরাকে নিউজিল্যান্ডে পাঠানোর পরিকল্পনাও করেছে বোর্ড। তবে এখনও সেটা হয়নি। নির্বাচকরা জানে, ও চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একশো শতাংশ ফিট হতে পারলে সেটা মিরাকেল হবে।'
বুমরা সময়ের মধ্যে সম্পূর্ণ সুস্থ না হতে পারলে হর্ষিতের ভাগ্য খুলে যেতে পারে। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের দলে আছেন তিনি। চোটের জন্য ২০২২ টি-২০ বিশ্বকাপে খেলতে পারেননি বুমরা। তারপরই তাঁর পিঠের অস্ত্রোপচার করেন ডাক্তার সাউটেন। বোর্ডের সূত্র বলেন, 'নিউজিল্যান্ডে বুমরার ডাক্তারকে রিপোর্ট পাঠানো হবে। তাঁর ফিডব্যাকের ওপর নির্ভর করবে ওকে নিউজিল্যান্ডে পাঠানোর সিদ্ধান্ত। ভবিষ্যতের কথা ভেবে বোর্ড এবং বুমরা কেউই জোর দিতে চাইছে না। এই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর নির্বাচকদের জানানো হবে ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে নামতে পারবে কিনা। নির্বাচকদের একটা ব্যাকআপ প্ল্যান তৈরি রাখতে হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বুমরা সম্পূর্ণ ফিট হয়ে গেলে সেটা মিরাকেল হবে।' কোনও শারীরিক কসরত করতে নিষেধ করা হয়েছে ভারতীয় তারকাকে। ১১ ফেব্রুয়ারি পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির দলে পরিবর্তন করতে পারবে বোর্ড।
